বিএসএফের গুলিতে ৫ বাংলাদেশি আহত
নিজেস্ব প্রতিবেদক
জয়পুরহাট সদর উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের সদস্যরা এলোপাতাড়ি গুলি চালানোর সময় গুলিবিদ্ধ হয়েছেন পাঁচ বাংলাদেশি। আশঙ্কাজনক অবস্থায় এদের একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে জয়পুরহাট উপজেলার ধলাহার ইউনিয়নের ভুটিয়াপাড়া সীমান্তের ২৭৬/৮ নম্বর সাব পিলারসংলগ্ন পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ধলাহার ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক ও বিএসএফের গুলিতে আহতরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামে সীমান্ত ঘেঁষা একটি পুকুরে দুই শিশু মাছ ধরছিল। এ সময় বিএসএফ তাদের ধাওয়া করে।
গ্রামবাসী প্রতিবাদ করলে বিএসএফ সদস্যরা সংঘবদ্ধ হয়ে ওই গ্রামে অতর্কিতে গুলি ছোড়ে। বিএসএফের গুলিতে ওই গ্রামের পরিমল চন্দ্র, ফারুক, বিদ্যুৎ, নির্মল চন্দ্র ও সায়েম গুলিবিদ্ধ হন। এদের মধ্যে সায়েমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রতিক্ষণ/এডি/এফজে