গরুর বাজার নিয়ে গোলাগুলিতে নিহত ২

প্রকাশঃ সেপ্টেম্বর ২১, ২০১৫ সময়ঃ ৬:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫১ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

golagoliগরুর বাজারের নিয়ন্ত্রণ নিয়ে দু’পক্ষের গুলি বিনিময়ে দুইজন নিহত হয়েছেন। সোমবার বিকাল পাঁচটার দিকে সন্দ্বীপ পৌরসভার বাতেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মো.কবির ও জাহাঙ্গীর।

স্থানীয় সূত্র জানায়, কোরবানির ঈদকে সামনে রেখে বাতেন মার্কেট এলাকায় বসা গরুর বাজারের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে স্থানীয় জাফর ও মিশু গ্রুপ। এসময় উভয় পক্ষের গুলি বিনিময়ে মো. কবির ও মো. জাহাঙ্গীর ঘটনাস্থলে মারা যান।

এদের মধ্যে মো. কবির একটি প্রসাধনী কোম্পানির ডেলিভারিম্যান বলে জানা গেছে। তিনি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন বলে স্থানীয় সূত্রগুলো নিশ্চিত করেছে।

সংঘর্ষে লিপ্ত দুটি পক্ষই ক্ষমতাসীন দলের সমর্থক বলে জানা গেছে।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, গরুর বাজার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষের দুইজন নিহত হয়েছে। এঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G