চবির শিক্ষকের ডরমেটরিতে চুরি

প্রথম প্রকাশঃ সেপ্টেম্বর ২১, ২০১৫ সময়ঃ ৯:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৩ অপরাহ্ণ

চবি প্রতিবেদক

c uচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রীতিলতা হলের শিক্ষক ডরমেটরির নিচতলায় অর্থনীতি বিভাগের প্রভাষক রুনা সাহার রুম থেকে গতকাল মধ্য রাতে ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে।

এ বিষয়ে রুনা সাহার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ল্যাপটপটা চার্জে লাগানো ছিল। আমার রুমের জানালার গ্লাস খুলে লাঠি দিয়ে ল্যাপটপ টেনে বের করে ফেলে। পরে যখন ব্যাগে লাঠি লাগিয়ে টানছিল তখন আমি বুঝতে পেরে ঘুম থেকে জেগের উঠে চিৎকার করলে চোর পালিয়ে যায়। পরে আমি নিরাপত্তা দফতর, শিক্ষক সমিতির অফিসে অভিযোগ পত্র দিয়েছি এবং সেই সাথে উপাচার্য ও প্রক্টরকে মৌখিক ভাবে জানিয়েছি।

তিনি অভিযোগ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীদের অবহেলার কারনেই এই চুরির ঘটনা ঘটছে।

চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এস এম খসরুল আলম কুদ্দুসী বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এ জন্য ক্ষতি পূরণ এবং বিশ্ববিদ্যালয় এলাকায় যাতে করে নিরাপত্তা আরও বেশি জোরধার কারা হয় তার জোর দাবি জানিয়েছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রধান (ভারপ্রাপ্ত) মো. বজল হককে ফোন করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G