গণহত্যার পূর্বাভাস দিবে ‘অনলাইন টুল’
প্রতিক্ষণ ডেস্ক
দুই বছর পরীক্ষা চালিয়ে, যুক্তরাষ্ট্রের হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়াম এমন একটি অনলাইন টুল উদ্ভাবন করেছে, যার সাহায্যে রাষ্ট্রপরিচালিত গণহত্যার ঝুঁকিতে থাকা দেশের তথ্য পূর্বাভাস হিসেবে পাওয়া যাবে। নতুন এই পদ্ধতির সফলতা পাওয়া গেছে বলে দাবি করেছে মিউজিয়াম কর্তৃপক্ষ।
ওয়াশিংটন ডিসি-ভিত্তিক এই জাদুঘরের কর্তৃপক্ষ সোমবার তাদের ওয়েবসাইটে জানিয়েছে, বেসামরিক লোকদের ওপর গণহত্যা প্রতিরোধে সরকার, অ্যাডভোকেসি গ্রুপ এবং ঝুঁকিপূর্ণ লোকজনকে আগাম ও অধিকতর নিখুঁত সতর্ক বার্তা দিয়ে নিয়মিতভাবে সাহায্য করতে পারবে তাদের অনলাইন টুল।
আলজাজিরা অনলাইনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।
হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়ামের এই প্রকল্প তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট বিশ্লেষকদের কাছ থেকে উন্মুক্ত প্রতিক্রিয়া তুলে ধরবে তাদের অনলাইনে।
এই জাদুঘরের গণহত্যা প্রতিরোধ বিষয়ক পরিচালক ক্যামেরন হাডসন জানিয়েছেন, বাৎসরিক ঝুঁকিসম্পর্কিত তথ্য-উপাত্ত এবং সঠিক সময়ে আগাম সতর্কতা সম্পর্কিত তথ্য আমাদের জানতে সাহায্য করবে, কোন কোন দেশ গণহত্যার ঝুঁকিতে রয়েছে। এর মাধ্যমে নির্মম হত্যাকাণ্ডের আগেই তা প্রতিরোধ করা যাবে।
তিনি আরো বলেন, দারফুর, বসনিয়া ও রুয়ান্ডার গণহত্যা থেকে আমরা দেখেছি, ভয়াবহ সহিংসতার মধ্যে এসব গণহত্যার পূর্বাভাস ছিল। এখন খুব সহজেই এসব পূর্বাভাসকে কাজে লাগিয়ে দ্রুত এবং সব দিক থেকে উন্নত পদ্ধতিতে গণহত্যার আগাম বার্তা দেওয়া যাবে।
অনলাইন টুল ব্যবহার করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা দুই বছর গবেষণা চালিয়ে গণহত্যার ঝুঁকিতে থাকা ১০টি দেশের তালিকা প্রকাশ করেছেন। ঝুঁকির ক্রমানুসারে দেশগুলো হলো- মিয়ানমার, নাইজেরিয়া, সুদান, মিশর, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, দক্ষিণ সুদান, কঙ্গো, আফগানিস্তান, পাকিস্তান ও ইয়েমেন।
রাজনৈতিক অস্থিরতা এবং ক্ষমতাসীনদের অব্যাহত শক্তি প্রয়োগের হুমকি বিবেচনায় নিয়ে এসব দেশ সম্পর্কে গণহত্যার পূর্বাভাস দেওয়া হয়েছে। এ ছাড়া তালিকায় আরো কিছু দেশ রয়েছে, যাদের তথ্য-উপাত্তের সঙ্গে সর্বাধিক ঝুঁকিপূর্ণ ১০টি দেশের মিল রয়েছে।
প্রতিক্ষণ/এডি/এফজে