ডেঙ্গুর প্রকোপ বেড়েছে
প্রতিক্ষণ ডেস্ক
ঢাকায় ডেঙ্গু জ্বরের প্রকোপ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে জানা যাচ্ছে। গবেষকরা বলছে এবার নতুন ধরনের ডেঙ্গু ভাইরাসের অস্তিত্ব দেখছেন তারা যেটি আক্রান্ত ব্যক্তির রক্তপাত, এমনকি জীবনহানির জন্যেও দায়ী হতে পারে।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) এর হিসেব অনুযায়ী রাজধানী এবং আশেপাশে অগাস্ট মাসে এ রোগে মোট ৭২৭জন মানুষ আক্রান্ত হয়েছেন। আর এ মাসে এখন পর্যন্ত প্রায় ছয়শো’র মত রোগী ঢাকার হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু গবেষণা বিভাগের প্রোগ্রাম ম্যানেজার ডা. আবু নাঈম মোহাম্মদ সোহেল বিবিসি বাংলাকে বলেন, “এবার রক্তপাত সহ ডেঙ্গু হচ্ছে। এটাই হলো ভয়ের ব্যাপার। মানুষ মারা যাচ্ছে। গবেষণায় দেখা যায় চার ধরনের ভাইরাস রয়েছে ডেঙ্গুতে। কিন্তু এবার এর মধ্যে নতুন সেরোটাইপ পাওয়া যাচ্ছে আর সেটা হলো ডেঙ্গু-১”।
চিকিৎসা সেবার বিষয়ে তিনি বলেন, ডেঙ্গু রোগের চিকিৎসার জন্যে সুনির্দিষ্ট কোন ঔষধ নেই। এটা একটা বড় সমস্যা। জ্বর হলে জ্বরের ঔষধ দিতে হবে। তাই চিকিৎসার ক্ষেত্রে তেমন কোন পার্থক্য নেই।
মি. সোহেল বলেন এটা মূলত ম্যানেজমেন্টের বিষয়। তবে আক্রান্ত ব্যক্তির কোন স্থান থেকে রক্তপাত হলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে।
সূত্র- বিবিসি
প্রতিক্ষণ/এডি/ডিএইচ