ইতালীয় নাগরিককে খুনের ‘দায় স্বীকার’ আইএসের

প্রকাশঃ সেপ্টেম্বর ২৯, ২০১৫ সময়ঃ ৮:১৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১১ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

isঢাকার গুলশানে ইতালীয় নাগরিককে খুনের দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। এমনটাই জানিয়েছে জঙ্গি হুমকি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘সাইট ইন্টিলিজেন্স গ্রুপ’।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে গুলশানে কূটনীতিক পাড়ায় চেজারে তাভেল্লা নামে ওই ইতালীয় নাগরিককে গুলি করে হত্যার কয়েক ঘণ্টা পর এমন খবর আসে সাইট ইন্টিলিজেন্স গ্রুপের ওয়েবসাইটে।

আরবিতে লেখা একটি বার্তাও ওই খবরের নিচে জুড়ে দেওয়া হয়।

চেজারে তাভেল্লা আইসিসিও কো-অপারেশন নামে একটি সংস্থার প্রুফ (প্রফিটেবল অপরচ্যুনিটিজ ফর ফুড সিকিউরিটি) কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক ছিলেন।

সাইট ইন্টিলিজেন্স গ্রুপের লিঙ্ক

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G