হরতাল অবরোধে রাজস্ব আদায়ে প্রভাব পড়বে না
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
হরতাল অবরোধে রাজস্ব আহরণে প্রভাব পড়বে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান।
বৃহস্পতিবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর মহাপরিচালক ড. মইনুল খান উপস্থিত ছিলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব প্রশাসন একটি সাংগাঠনিক কাঠামোর মধ্যে রয়েছে। চলমান হরতাল অবরোধে রাজস্ব আহরণে কোন সমস্যা হবেনা। এতে করে এবার রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।
তিনি বলেন, রাজস্ব আহরণে কোনও ভয়ভীতির তোয়াক্কা করা হবে না। তবে এক্ষেত্রে করদাতাদের হয়রানি করা হবে না। এনবিআরের কোনও কর্মকর্তা যাতে গ্রাহকদের হয়রানি না করে এজন্য তাদের সতর্ক করে দেওয়া হয়েছে।
নজিবুর রহমান বলেন, রাজস্ব আদায়ে উদ্ভাবনীমূলক কর্মমূচি নেওয়া হবে। রাজস্ব প্রশাসনের সক্ষমতা বাড়ানো হবে। জনসাধারণের উপর করের বোঝা না বাড়িয়ে বিদ্যমান কর আদায়ে কৌশল নেওয়া হবে। চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এজন্য শুল্ক গোয়েন্দাকে আরও আধুনিকায়ন করা হবে।
এনবিআর চেয়ারম্যান আরো বলেন, রাজস্ব প্রশাসনে সুশাসন প্রতিষ্ঠা করা হবে। ২০২১ সালে দেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করার পরিকল্পনা রয়েছে সরকারের। এজন্য রাজস্ব আহরণে নতুন নতুন কৌশল নেওয়া হবে। আমি এনবিআরের প্রতিটি বিভাগকেই স্বাধীনভাবে কাজ করতে দেব।
জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান বলেন, শিগগির সেবামূলক প্রতিষ্ঠানে অভিযান চালানো হবে। বিশেষ করে যে সব হাসপাতাল জনসাধারণের সেবার দেওয়ার লক্ষে শুল্কমুক্ত যন্ত্র এনেছেন, কিন্তু জনসাধারণ সেবা পাচ্ছেন না তাদের ধরা হবে। তিনি বলেন, রাজস্ব প্রশাসনে গতি আনতে পরিবর্তন আনা হবে।
প্রতিক্ষণ/এডি/হাসান