বগুড়ায় ট্রাকে আগুন, নিহত ১

প্রকাশঃ জানুয়ারি ২৩, ২০১৫ সময়ঃ ১২:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৬ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

truck fireবগুড়ার শহরতলির বারপুর এলাকায় ফার্নিচার বোঝাই ট্রাকে দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রলবোমার আগুনে দগ্ধ ট্রাক হেলপার আবদুর রহিম মারা গেছেন।

শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বৃহস্পতিবার রাতে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল থেকে ঢামেকে পাঠানো হয়।

এর আগে রাত সাড়ে ৮টার দিকে ফার্নিচার বোঝাই ট্রাকে পেট্রোল বোমা ছুঁড়ে দুর্বৃত্তরা। এতে ফার্নিচার ভর্তি ট্রাকটি পুড়ে যায়। দগ্ধ হয় ট্রাক চালক টিটেন, হেলপার আব্দুর রহিম (৩০) ও সঙ্গে থাকা ফার্নিচার মালিক সাজু মিয়া (৪০)।

তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু হেলপার রহিমের অবস্থা আশংকাজনক হওয়া তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করা হয়। ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, বগুড়া-নামুজা সড়কের নুনগোলায় রাত ৯টার দিকে একটি ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায় অবরোধ-হরতাল সমর্থকরা।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিভানোর চেষ্টা করে। এতে চালকসহ তিনজন দগ্ধ হয়েছেন। ট্রাকটির অধিকাংশই পুড়ে গেছে। আহতদের প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

প্রতিক্ষণ/এডি/বাবলা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G