কেপি শর্মা অলি নেপালের নতুন প্রধানমন্ত্রী

প্রকাশঃ অক্টোবর ১২, ২০১৫ সময়ঃ ৯:৫১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫১ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

nepalনেপাল কমিউনিস্ট পার্টির (সিপিএন-ইউএমএল) নেতা খাগড়া প্রসাদ শর্মা অলি নেপালের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তিনি কেপি শর্মা নামে অধিক পরিচিত। নেপালের জাতীয় পার্লামেন্টের সদস্যদের ভোটে কংগ্রেসের সভাপতি সুশীল কৈরালাকে হারিয়ে দেশটির ৩৮তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি। কেপি শর্মা এর আগে দেশটির উপপ্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

হিমালয়ান টাইমস জানিয়েছে, নেপালের কংগ্রেসে ৫৮৭ জন সদস্যের ভোটের ৩৩৮টি ভোট পেয়েছেন কেপি শর্মা। আর সাবেক প্রধানমন্ত্রী সুশীল কৈরালা পেয়েছেন ২৪৯ ভোট।

নেপালের প্রধানমন্ত্রী হতে জাতীয় কংগ্রেসের ২৯৯ জন সদস্যের সমর্থন প্রয়োজন। আর কংগ্রেসে প্রধানমন্ত্রী নির্বাচনের সময় সবাইকেই ভোট দিতে হয়েছে। কারণ দেশটির প্রচলিত আইন অনুযায়ী কারো নিরপেক্ষ থাকার সুযোগ নেই।

এর আগে প্রধানমন্ত্রী নির্বাচনের ভোটকে সামনে রেখে গত শুক্রবার পদত্যাগ করেছিলেন সুশীল কৈরালা।

অলি নেপালের ঝাপা-৭ আসনের জনপ্রতিনিধি। তিনি এর আগে ২০০৬ সালের গিরিজা প্রসাদ কৈরালার অন্তর্বর্তীকালীন সরকারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৪ সালে ইউএমএল নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন তিনি। ৬৩ বছর বয়সী কেপি শর্মা অলি ২০১৪ সালের জুলাইয়ে সিপিএন-ইউএমএলের প্রধান নেতা নির্বাচিত হন।

নির্বাচিত হওয়ার পর অলিকে অভিনন্দন জানিয়েছেন তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ও কংগ্রেস সভাপতি সুশীল কৈরালা। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, অভির পথচলা এতটা মসৃণ হবে না। নতুন সংবিধান নিয়ে জনগণের বিক্ষোভ থামানোই হবে নতুন প্রধানমন্ত্রীর বড় চ্যালেঞ্জ।
প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G