বিকেলে আব্দুল্লাহর জানাজা, সালমানের শপথ রাতে
আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম
সৌদি আরবের প্রয়াত বাদশাহ আব্দুল্লাহর জানাজা রিয়াদে শুক্রবার আসরের নামাজের পর অনুষ্ঠিত হবে।
একই দিন রাতেই রাজপ্রাসাদে নতুন বাদশাহ হিসেবে শপথ নেবেন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। দেশটির রাজকীয় আদালতের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার ভোরে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাদশাহ আব্দুল্লাহ (৯০)।
রাজকীয় আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার এশার নামাজের পর সৌদি আরবের বাদশাহ হিসেবে শপথ নেবেন সালমান বিন আব্দুল আজিজ (৭৯)। এ সময় মাক্রিন বিন আব্দুল আজিজ আল সৌদ ক্রাউন প্রিন্স হিসেবে শপথ নেবেন।
উল্লেখ্য, ১৯৩৫ সালের ৩১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন সালমান। তিনি সাবেক বাদশাহ আব্দুল আজিজের ২৫তম সন্তান। তরুণ বয়সে রিয়াদ প্রদেশের গভর্নর হিসেবে দায়িত্ব নেন সালমান। প্রায় ৫০ বছর গর্ভনর হিসেবে দায়িত্ব পালনের পর ২০১১ সালে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পান সালমান। – খবর আরবনিউজ।
প্রতিক্ষণ/এডি/কেয়া