আশকোনার গ্যাস বিস্ফোরনে আহত একজনের মৃত্যু

প্রকাশঃ অক্টোবর ১৫, ২০১৫ সময়ঃ ১২:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Burn_Unit_

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আগুনে তার শরীরের ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল।

রেহানা আক্তারের মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন ঢামেক ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সেন্টু চন্দ্র।

এর আগে, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় একই দুর্ঘটনায় দগ্ধ গৃহকর্মী সখিনা খাতুনের। তার শরীরের ৪৫ ভাগ পুড়ে গিয়েছিল।

গত ১১ অক্টোবর সকালে আশকোনা এলাকার সৌদিপ্রবাসী আবুল কাশেমের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এতে গৃহকর্ত্রী রেহেনা আক্তার (৪০), তার মেয়ে আফসানা (১৯), দুই ছেলে রেজওয়ান আহম্মেদ শুভ (১৬) ও তানভীর আহম্মেদ নিলয় (১২) এবং গৃহকর্মী সখিনা বেগম (৪৮) দগ্ধ হন। পরে তাদের ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

প্রতিক্ষণ/এডি/এসএবি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G