ভারতে দূর্গার গয়না চুরি
আন্তর্জাতিক ডেস্ক
ধর্মের কাহিনী নাকি চোরও শোনে না। এ কথা এতোদিন সবাই শুধু বুলি হিসেবে আওড়ালেও এবার বাস্তবে এমন ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোররাতে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় মা দুর্গার গায়ে থাকা ৫ ভরি সোনা ও ২ ভরি রুপার গহনা চুরি হয়ে গেছে। ভারতীয় গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মুর্শিদাবাদ জেলার কান্দি থানার জেমো রাজবাড়ির ফুলতরফের বাড়ির দুর্গাপূজা ৩৫০ বছরের প্রাচীন। বৃহস্পতিবার ভোররাতে নবমীর পূজার জন্য দরজা খুলতেই পরিবারের লোকজন দেখেন, মা দুর্গার গায়ে থাকা সোনা ও রুপার গহনা নেই। প্রায় ৫ ভরি সোনা ও ২ ভরি রুপার গহনা চুরি হয়ে গেছে বলে দাবি করেছে ওই পরিবার।
বুধবার অষ্টমীর রাতে কুলদেবতার পূজা করার পর দরজা বন্ধ করা হয়, তারপর নবমী পূজার জন্য ভোর ৪ টার দিকে দরজা খুলতেই নজরে আসে মন্দিরের পেছনের জানালা ভাঙা এবং দেবী দশভুজার গায়ে থাকা সোনার গহনা নেই। একইসঙ্গে লক্ষ্মী ও সরস্বতীর গায়ে থাকা সোনা ও রুপার গহনাও চুরি হয়ে গেছে।
এ ঘটনার পর মুর্শিদাবাদের কান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। নবমী ও দশমীর পূজা শেষ হয়ে যখন বিষাদের সুর তখন এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।