দুর্বল হয়ে এসেছে হারিকেন ‘প্যাট্রিসিয়া’
আন্তর্জাতিক ডেস্ক
হারিকেন প্যাট্রিসিয়া মেক্সিকোতে আঘাত হানা দুর্বল হয়ে এলেও এর প্রভাবে বন্যা ও ভূমিধ্বসের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আমেরিকার নথিভুক্ত ইতিহাসে সবচেয়ে শক্তিশালী এই হারিকেন সর্বোচ্চ ক্যাটাগরি ৫ থেকে এখন ক্যাটাগরি ২ ঝড়ে অবনমিত হয়েছে।
শুক্রবার মেক্সিকো উপকূলে আঘাত হানে প্যাট্রিসিয়া। যখন সমুদ্রে অবস্থান করছিল ঘণ্টায় তখন এর সর্বোচ্চ গতি ছিল ৩২৫ কিলোমিটার, যা এই অঞ্চলে নথিভুক্ত ইতিহাসে সবচেয়ে ভয়ংকর ঘূর্ণিঝড়।
বর্তমানে এটি ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে মেক্সিকো উপকূলে বয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার মনে করছে আজ শনিবার রাতের মধ্যে শক্তিহীন হয়ে পড়বে প্যাট্রিসিয়া।মেক্সিকো পুলিশ জানিয়েছে, ছোটো খাটো ভূমিধ্বস ও কিছু গাছ উপড়ে যাওয়া ছাড়া এখন পর্যন্ত বড় কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।
সরকার থেকে জনগণদের সতর্ক করে দেওয়া হয়েছে, কলিমা আগ্নেয়গিরি থেকে নিঃসরিত ছাই ও প্রবল বৃষ্টিপাতের কারণে বড় ধরণের ভূমিধ্বসের ঘটনা ঘটতে পারে।মেক্সিকোর ডিজ্যাস্টার ফান্ড জানিয়েছে. চার লক্ষ মানুষকে উপদ্রুত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
প্রতিক্ষণ/এডি/এসএবি