সাতার কাটা ও উড়তে পারা রোবট
প্রতিক্ষণ ডেস্ক
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ক্ষুদ্রাকৃতির এমন একটি রোবট তৈরি করেছেন যা পানিতে সাতার কাটতে পারে এবং উড়তে পারে আকাশে।
যেসব পাখি, যেমন পাফিন, যা সাতার কাটতে পারে এবং একই সাথে উড়তে পারে এধরনের পাখির ওপর গবেষণা চালিয়ে এই রোবটটি তৈরি করা হয়েছে। বলা হচ্ছে, মৌমাছির আচরণ থেকেই গবেষকরা এই রোবট উদ্ভাবনে অনুপ্রাণিত হয়েছেন। এর নাম দেওয়া হয়েছে ‘রবো বী’।
বিজ্ঞানীরা আশা করছেন, এই রোবট যা একটি মৌমাছির চেয়ে সামান্য বড়ো, তা হয়তো এক সময়, অন্যান্য পাখিকে ঘুরে ঘুরে গাছপালার পরাগায়ন ঘটাতে সাহায্য করতে পারবে।
এমন কি কোনো কিছুর ওপর নজর রাখার জন্যেও এই রোবটটিকে ব্যবহার করা যেতে পারে। মৌমাছিকে অনুকরণ করে এই রোবট তৈরি করা হলেও, এটি এখন মৌমাছির চেয়েও বেশি কিছু করতে পারে। সাতার কাটতে পারে এই রোবট। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক কেভিন চেন বলছেন,
“আমাদের মতে এটা অনেক বড় একটা ধাপ। কারণ এই রোবো বী হচ্ছে এমন একটি রোবট যা একইসাথে আকাশে উড়তে ও পানির নিচে সাতার কাটতে পারে। এজন্যে তাকে অন্য কোনো কিছুর ওপর নির্ভর করতে হয় না।”
“আমাদের মতে পাফিন দারুণ একটি প্রাণী, যা কিনা আকাশে উড়তে পারে আবার ডুব দিতে পারে পানিতে। শুধু তাই নয়, এই পাখিটি পানির নিচে সাতারও কাটতে পারে। পাখিটি তার ডানার বিস্তার ঘটিয়ে এবং নানা ভাবে তার পাখা নাড়িয়ে এই দুটো কাজই করতে পারে। রোবো বী যন্ত্রটির ক্ষেত্রেও আমরা এই দক্ষতাকে ব্যবহার করতে চেষ্টা করেছি।”
তবে এই রোবো বী’র এখনও কিছু সীমাবদ্ধতা আছে। এটি উড়তে পারে। উড়তে উড়তে ডুব দিতে পারে পানিতে। তারপর পানির নিতে সাতার কাটতে পারে কিন্তু পানির নিচ থেকে উঠে এসে আবারও আকাশে উড়তে পারে না।
ভিডিও দেখতে লিংকে ক্লিক করুন নিচের
http://www.theguardian.com/technology/video/2013/may/03/robobee-insect-flight-demonstration-video
প্রতিক্ষণ/এডি/বিএ