নেপালের প্রথম নারী প্রেসিডেন্ট

প্রকাশঃ অক্টোবর ২৮, ২০১৫ সময়ঃ ৯:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৭ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

5YYgmOHPF120নেপালের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন বিদ্যা দেবী ভাণ্ডারি। প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কুল বাহাদুর গুরুংকে পরাজিত করেন তিনি।

পার্লামেন্ট সদস্যদের ৩২৭ ভোট পড়ে বিদ্যার পক্ষে আর প্রতিদ্বন্দ্বী কুল বাহাদুর পান ২১৪ ভোট। প্রথমবারের মতো একজন নারীকে প্রেসিডেন্ট নির্বাচিত করে ইতিহাস গড়লো নেপাল। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে ৫৪ বছর বয়সী বিদ্যা নেপালের বামপন্থী দল সিপিএন (ইউএমএল) এর ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী দায়িত্ব পালন করেছেন।

বিদ্যা ভাণ্ডারি ১৯৬১ সালে নেপালের একটি সাধারণ নিম্ন-মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৭৯ সালে একটি ছাত্র আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে আসেন বিদ্যা। পঞ্চায়েত বিরোধী লড়াই ও রাজনীতি করতে গিয়েই তার পরিচয় হয় নেপালের বাম রাজনীতির সুপরিচিত ব্যক্তিত্ব মদন ভাণ্ডারির সঙ্গে।

১৯৮২ সালে তার সঙ্গে জীবন শুরু করার মাধ্যমে পৈতৃক নাম বিদ্যা পাণ্ডে থেকে বিদ্যা ভাণ্ডারি পরিচয়ে পরিচিত পান তিনি।

প্রতিক্ষণ/এডি/বিএ

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G