বিদেশিরা জঙ্গিবাদ সৃষ্টি করছে: আমু

প্রকাশঃ অক্টোবর ৩১, ২০১৫ সময়ঃ ৯:১৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৬ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

AMUজঙ্গিবাদ সৃষ্টি করে বিদেশিরা দেশে প্রভাব বিস্তার করতে চায়। কিন্তু এদেশের মানুষের স্বার্থ রক্ষার জন্য আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে তা প্রতিহত করছেন বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

নাটোরের লালপুর উপজেলার নর্থবেঙ্গল চিনিকলের ২০১৫-১৬ মৌসুমের আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শেখ হাসিনাকে এখন পর্যন্ত ১৯ বার প্রাণনাশের চেষ্টা করা হয়েছে। তারপরও তিনি বেচে আছেন, খুনিরা ব্যর্থ হয়েছে। ৫ জানুয়ারির নির্বাচনের পর পাকিস্তানের মত বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র বানানোর চেষ্টা করা হয়েছিল। সব রাস্তাঘাটে অরাজকতরা সৃষ্টি এবং পেট্রল বোমা মেরে শত শত মানুষ, এমনকি ১৭ জন পুলিশকে হত্যা করে দেশকে অকার্যকর করার চেষ্টা করেছিল বিএনপি-জামায়াত।

তিনি বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেন আর তার মেয়ে শেখ হাসিনা দেশের জল ও স্থল সীমানা নির্ধারণ করেছেন। দেশের সমুদ্রের তলদেশে যে সম্পদ আছে তা ব্যবহার করতে পারলে পৃথিবীর মধ্যে বাংলাদেশ সবচাইতে ধনী দেশে পরিণত হতে পারে বলেও তিনি দাবী করেন।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, সাবেক সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক সাজেদুর রহমান খান, সিনিয়র সহসভাপতি ও স্থানীয় এমপি এডভোকেট আবুল কালাম আজাদ এবং মিলের ব্যবস্থাপনা পরিচালক এস এম আব্দুল আজিজ।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G