চবিতে কাল থেকে ভর্তি যুদ্ধ শুরু

প্রথম প্রকাশঃ অক্টোবর ৩১, ২০১৫ সময়ঃ ১২:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৪ অপরাহ্ণ

চবি প্রতিবেদক

ctgআগামীকাল (রোরবার) থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর প্রথম বর্ষ ভর্তি যুদ্ব। ভর্তি পরীক্ষা উপলক্ষে ইতিমধ্যেই সকল প্রস্তুতি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রথমদিন এ ইউনিট এর অধীনে (বিজ্ঞান অনুষদ) সকাল ১০.৩০ টায় এবং ২.৩০ টায় জে ইউনিট এর অধীনে (ইউস্টিউিট অব ফরেস্টি এন্ড এনভায়েন্ট সায়েসন্স) পরীক্ষার মধ্যে দিয়ে ৯ দিন ব্যাপী এ ভর্তি প্রক্রিয়া শুরু হবে।

এ ইউনিটে (বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষায় ২৫ হাজার সাতশ বাহাত্তর জন এবং জে ইউনিটে (ইনস্টিউিট এন্ড এনভায়েন্ট সায়েসন্স) এ পরীক্ষার্থী সংখ্যা ৪ হাজার পাঁচশ সতের জন।

ভর্তি পরীক্ষার বিষয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কমিটির সচিব এস.এম.আকবর হোসাইন বলেন, “আগামী রোববার থেকে শুরু হওয়া ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তিনি আরও বলেন,” প্রতিবারের ন্যায় এবারও ক্যালকুলেটর,মোবাইল সহ কোন প্রকার ইলেকট্রনিক ডিভাইস সমৃদ্ব সামগ্রীসমূহ পরীক্ষার কক্ষে বহন করা যাবেনা। ”

এদিকে ভর্তি পরীক্ষায় বিপুল সংখ্যাক ভর্তিচ্ছুদের চাপ সামলাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেরর বাইরে চট্টগ্রাম নগরীতে আসন সংখ্যা বিন্যাস করেছে চবি প্রশাসন।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে কেন্দ্রগুলো হল- হাটহাজারী কলেজ, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি (বায়োজিদ) , প্রিমিয়ার ইউনিভার্সিটি (ওয়াসা) , এনায়েত বাজার মিহলা কলেজ, ওমর গনি ওম.ই.এস কলেজ(নাসিরাবাদ) , ইসলামিয়া ইউনিভার্সিটি কলজ (সদনঘাট)।

এবার চবিতে ৪ হাজার ছয়শ তিপ্পান্নটির আসনের বিপরীতে ২ লাখ ১২ হাজার ২০ জন শিক্ষার্থী আবেদন জমা পড়েছে। যার পরিপ্রেক্ষিতে প্রতি আসনে প্রতিদ্বন্দ্বীতা করবে ৪৬ জন শিক্ষার্থী।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G