হাউথি ঘাঁটিতে সৌদি জোটের বিমান হামলা

প্রকাশঃ অক্টোবর ৩১, ২০১৫ সময়ঃ ৫:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২৯ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

UN RAFALE DE L'ARMEE DE L'AIR FRANCAISE DE L'ESCADRON DE CHASSE TIGRE COTE D'ARGENT EVOLUE LORS D'UN VOL D'ENTRAINEMENT (CONFIGURATION AFGHANISTAN:  ARME DE 4 BOMBES SAGEM 250KG  AASM (ARMEMENT AIR SOL MODULAIRE), DE MISSILES MAGIC IR ET EQUIPE DE DEUX RESERVOIRS SUPPLEMENTAIRES) UN RAFALE DE L'ARMEE DE L'AIR FRANCAISE DE L'ESCADRON DE CHASSE TIGRE COTE D'ARGENT EVOLUE  EN FORMATION SERREE TOUT EN TIRANT DES LEURRES DESTINES NORMALEMENT A EGARER LES MISSILES ANTI AERIENS.ICI D'ENTRAINEMENT (CONFIGURATION AFGHANISTAN:  ARME DE 4 BOMBES SAGEM 250KG  AASM (ARMEMENT AIR SOL MODULAIRE), DE MISSILES MAGIC IR ET EQUIPE DE DEUX RESERVOIRS SUPPLEMENTAIRES) *** Local Caption *** A RAFALE AIRCRAFT OF FRENCH AIR FORCES OF ESCADRON PROVENCE BASED IN TIGRE COTE D'ARGENT DURING A TRAINING FLIGHT (AFGHANISTAN CONFIGURATION: 4 SAGEM 250KG AASM BOMBS + MISSILES MAGIC IR + DROP TANKS)ইয়েমেনের রাজধানী সানায় হাউথি বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে আবারো কয়েক দফা বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। শুক্রবারের হামলায় হতাহতের কোন খবর এখনো পাওয়া যায়নি।

এসব হামলার পর হাউথি নেতা সালেহ আল সামাদ গণমাধ্যমকে জানান, সৌদি জোট ও তাদের মিত্র যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের ফলেই জাতিসংঘ প্রস্তাবিত শান্তি আলোচনা বারবার ভেস্তে যাচ্ছে। বিমান হামলা অব্যাহত রেখে আলোচনা সম্ভব নয় বলেও জানান তারা। ইয়েমেন সংকট নিরসনে জাতিসংঘের বিশেষ দূত ইসমাইল ওয়ালদ শেখ আহমেদ বলেন, আগামী সপ্তাহেই শান্তি আলোচনায় বসার বিষয়ে রাজি হয়েছে হাদি সরকারের প্রতিনিধিরা।

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর জানিয়েছেন, ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলা শীগগিরই বন্ধ ঘোষণা করা হবে।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G