গণমাধ্যমের ভূমিকা নিয়ে জাতীয় কনভেনশন

প্রকাশঃ নভেম্বর ৪, ২০১৫ সময়ঃ ৮:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

totthoআগামী ১৯ ডিসেম্বর গণতন্ত্র, সন্ত্রাসবাদ, সাইবার অপরাধ ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক ঢাকায় দু’দিনের জাতীয় কনভেনশন হবে।

বুধবার বিকেলে সচিবালয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সভাপতিত্বে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কনভেনশনের উদ্বোধন করবেন বলে এতে জানানো হয়। কনভেনশন উপলক্ষে সভায় একটি জাতীয় কমিটি গঠন করার বিষয়ে আলোচনা হয়।

পরে তথ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, জঙ্গিবাদ ও চোরাগোপ্তা হামলায় বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশ ঝুঁকির মুখে রয়েছে। এসব ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা নিয়ে কনভেনশনে আলোচনার পাশাপাশি গণতন্ত্র ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের গণমাধ্যম এর ভূমিকা বিশ্বব্যাপী তুলে ধরা হবে।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G