‘রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েলের অভিপ্রায় সরকারের নেই’

প্রকাশঃ নভেম্বর ৭, ২০১৫ সময়ঃ ৩:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

kamrulখাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, কোন রাজনৈতিক দল বা রাজনৈতিক ব্যক্তিত্বকে ঘায়েল করার অভিপ্রায় বর্তমান সরকারের নেই। সন্ত্রাসীদের বিরুদ্ধেই বর্তমান সরকারের অভিযান।

শনিবার সকালে শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন। এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনও উপস্থিত ছিলেন।

এসময় খাদ্যমন্ত্রী আরো বলেন, ‘রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার কোন অভিপ্রায় বর্তমান সরকারের নেই। কোন রাজনৈতিক দলের অভ্যন্তরে যদি সন্ত্রাসী তৎপরতা হয়, কোন রাজনৈতিক দলের নামে যদি জঙ্গি তৎপরতা হয়। অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি বলেন, ‘কেন আজকে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে? দু’জন শীর্ষ যুদ্ধাপরাধীর বিচারের রায় আইনি লড়াইয়ের চূড়ান্ত পর্যায়ে আছে। এ মাসের মধ্যে তাদের চূড়ান্ত আইনি লড়াই শেষ হবে। জিয়া অরফানেজ মামলা এগিয়ে যাচ্ছে। এই মামলাও খুব দ্রুত নিষ্পত্তি হয়ে যাবে। ২১ আগস্ট গ্রেনেড হত্যা মামলা এটিও দ্রুত নিষ্পত্তির পথে। একসাথে এই ঘটনাগুলোর জন্যই আজকে তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। অ্যামনেস্টি কিংবা টিআইবি সব জায়গায় তারা লবিস্ট নিয়োগ করে তৎপরতা চালাচ্ছে।’

অ্যাডভোকেট সাহারা খাতুন বলেন, ‘জঙ্গিবাদের রাষ্ট্র হিসেবে যারা এই দেশকে তৈরি করতে চাচ্ছে। তাদের বিরুদ্ধে আমরা যদি ঐক্যবদ্ধ হই তাহলে এই দেশে এমন কোন শক্তি, কোন ষড়যন্ত্রকারী টিকতে পারবে না ইনশাআল্লাহ।’

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G