বারাক ওবামা এখন ভারতে
আন্তর্জাতিক ডেক্স, প্রতিক্ষণ ডটকম:
কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আজ রোববার থেকে ভারত সফর শুরু করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
তিনদিনের সফরে তিনি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে অর্থনীতি, বাণিজ্য, জলবায়ু পরিবর্তন, পারমানবিক শক্তি এবং সন্ত্রাসবাদ-দমন বিষয়ে আলোচনা করবেন।
বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় প্রেসিডেন্ট ওবামাকে বহনকারী এয়ারফোর্স ওয়ান বিমানটি ভারত পৌঁছেছে।
তিনি আগামীকাল সোমবার ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেবেন এবং ভারতীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলেও কথা রয়েছে। ওবামার তাজমহল দর্শনকে কেন্দ্র করে আগ্রায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তাজমহল দর্শন কর্মসূচী বাতিল করা হয়েছে।
মুম্বাই থেকে বিবিসি সুত্রের খবর, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিতে নরেন্দ্র মোদির আমন্ত্রণ গ্রহণ করে প্রেসিডেন্ট ওবামা বিশ্বজুড়ে ভারতের ক্রমবর্ধমান প্রভাবকে স্বীকৃতি দিলেন। স্ত্রী মিশেল ওবামাকে নিয়ে মঙ্গলবার তাজমহল পরিদর্শনে যাবার কথা ছিল ওবামার। কিন্তু নতুন বাদশাকে সম্মান জানাতে তার সৌদি আরব যাবার নতুন সফর-সূচি অন্তর্ভুক্ত হওয়ায় ওই পরিকল্পনা বাদ দেয়া হচ্ছে।-বিবিসি বাংলা।
প্রতিক্ষণ/এডি/সবুজ