রাতেই ফিরিয়ে আনা হচ্ছে নূর হোসেনকে
প্রতিক্ষন ডেস্ক
আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে বৃহস্পতিবার রাতেই ফিরিয়ে আনা হতে পারে।
এর আগে নূর হোসেনকে আগামী ডিসেম্বর মাসের শুরুর দিকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে বলে খবর বের হয়েছিল । খবরে বলা হয়েছিল ‘সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। পশ্চিমবঙ্গ আদালতের সময় সীমা অনুযায়ী আগামী ১৫ ডিসেম্বর নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশনার তারিখ শেষ হচ্ছে’।
অন্যদিকে বুধবার ভোরের দিকে কঠোর গোপনীয়তার মাধ্যমে উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতে ফেরত পাঠানোর পরপরই নূর হোসেনকে ফিরিয়ে আনার গুঞ্জন ছড়িয়ে পড়ে সব মহলে।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জে প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে হত্যা করা হয়। ঘটনার পর একে একে শীতলক্ষ্যা নদীতে নিহত সাতজনের লাশ ভেসে ওঠে। এ ঘটনায় দেশজুড়ে তোলপাড় হয়। চাঞ্চল্যকর এ ঘটনার পরপরই ভারতে পালিয়ে যান প্রধান আসামি নূর হোসেন। চলতি বছরের ৮ এপ্রিল সাত খুন মামলায় র্যাব-১১’র তৎকালীন অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ, মেজর আরিফ ও লে. কমান্ডার এম এম রানা এবং নূর হোসেনসহ ৩৫ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন নারায়ণঞ্জ গোয়েন্দা পুলিশ।
প্রতিক্ষণ/এডি/বিএ