‘লক্ষ্যমাত্রা অর্জনে দেশীয় পোশাকের মানোন্নয়ন জরুরি’

প্রকাশঃ নভেম্বর ১৪, ২০১৫ সময়ঃ ১:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২৬ অপরাহ্ণ

অর্থনীতি ডেস্ক

BGMEA

২০২১ সালের মধ্যে ৫০ বিলিয়ন ডলার রফতানির লক্ষ্যমাত্রা অর্জনে দেশীয় পোশাকের ব্রান্ডগুলোর মানোন্নয়ন অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে ফ্যাশন হাউজ প্লায়ারের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

এ সময় দেশের ফ্যাশন হাউজগুলোকে বিশ্বমানের করে গড়ে তোলার জন্য বিজিএমইএর পক্ষ থেকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন সংগঠনটির সভাপতি। ফ্যাশন হাউজ প্লায়ারের উদ্বোধনের পর প্রতিষ্ঠানটির পোশাকসামগ্রী নিয়ে আয়োজন করা হয় ফ্যাশন শো।

প্লায়ারের সত্ত্বাধিকারী আবরার হোসেন সায়েমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিজিএমইএর সাবেক সহ-সভাপতি রিয়াজ বিন মাহমুদ, ক্রিকেটার তাসকিন আহমেদসহ উপস্থিত অতিথিরা প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করেন।

প্রতিক্ষণ/এডি/বিএ

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G