রাজশাহীতে পরিবহন ধর্মঘট

প্রকাশঃ নভেম্বর ১৫, ২০১৫ সময়ঃ ১০:৪২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪২ পূর্বাহ্ণ

জেলা প্রতিনিধি

Bus Dhormo ghotনছিমন, করিমনসহ মহাসড়কে তিন চাকার অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে রাজশাহী জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। রাজশাহী মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে আজ রোববার সকাল ৬টা থেকে এ ধর্মঘট চলছে।

ধর্মঘটের ফলে ঢাকাসহ রাজশাহীর সঙ্গে দূরপাল্লা ও আন্তজেলা রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। আকস্মিক এ ধর্মঘটের ফলে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের।

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান পিটার জানান, সম্প্রতি মহাসড়কে অবৈধ যানবাহনের চলাচল বেড়ে যাওয়ায় বাসমালিক ও শ্রমিকদের লোকসান গুনতে হচ্ছে। পাশাপাশি দুর্ঘটনাও বেড়েছে। প্রশাসন অবৈধ এসব যানবাহন বন্ধের কার্যকর উদ্যোগ না নিলে জেলার পাশাপাশি  রাজশাহী বিভাগ x দক্ষিণাঞ্চলের পরিবহন শ্রমিক-মালিকদেরও এ ধর্মঘটের সঙ্গে সম্পৃক্ত করা হবে।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G