আইএস পশ্চিমাদের সৃষ্টিঃ এরশাদ

প্রকাশঃ নভেম্বর ১৬, ২০১৫ সময়ঃ ২:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Ershad

প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মন্তব্য করেন, ‘দেশে আইএসের কোনো অস্তিত্ব নেই। এটি পশ্চিমাদের সৃষ্টি। এখন তারাই এতে আক্রান্ত হচ্ছে।’

সোমবার দুপুরে রংপুরে নিজ বাসভবন পল্লীবন্ধু নিবাসে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দেশে ফিরলে গ্রেফতার হতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছেন হুসেইন মুহম্মদ এরশাদ।

এর আগে শনিবার বিকেলে রাজধানীর খামারবাড়ী কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির সম্মেলনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন কিনা সে ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেছিলেন, খালেদা জিয়া এখন দেশে এলে গ্রেপ্তার হতে পারেন। তাই তিনি আসবেন কিনা সেটা নিশ্চিত নয়।

তিনি আরও বলেছিলেন, ‘খালেদা জিয়া দেশে আসবেন কিনা জানি না। এলে হয়তো তাকে জেলে যেতে হবে। তিনি (খালেদা জিয়া) আমার ওপর অত্যাচার-নির্যাতন-জুলুম চালিয়েছিলেন, এখন আল্লাহ তার বিচার করছেন।’

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G