পলাতক আসামীকে গ্রেফতার

প্রকাশঃ নভেম্বর ২০, ২০১৫ সময়ঃ ৫:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫০ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি

barisalবরিশালের আগৈলঝাড়ায় নারী ও শিশু পাচার মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। থানাসূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দের আঁক গ্রামের যদু মজুমদারের ছেলে জয়দেব মজুমদারের বিরুদ্ধে বরিশাল আদালতে নারী ও শিশু পাচার অভিযোগে মামলা হয়।

ওই মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী জয়দেব মজুমদারকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার রাতে নিজ গ্রাম থেকে গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার সকালে তাকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।

আগৈলঝাড়ায় হামলা-সংঘর্ষে মহিলাসহ আহত ১৫ জন। গুরুতর আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতসূত্রে জানাগেছে, উপজেলার ডুমুরিয়া গ্রামে আলম ঘরামী ও মানিক সরদারের সাথে দীর্ঘ ৫বছর ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে প্রায়ই ঝগড়া লেগেই থাকত।

গতকাল শুক্রবার সকালে ওই জমির মালিকানা দাবি করে আরজ ঘরামী কথা বলতে গেলে প্রতিপক্ষ মনির সরদারের সাথে বাকবিতন্ডায় একপর্যায়ে সংঘর্ষে বাধে। এসময় সংঘর্ষে উভয়পক্ষের আলম, মানিক, সাবিনা, আকলিমা আক্তার, আসমা, ইলিয়াস, মিল্টন, আল আমিন, ইসলাম, জুয়েলসহ ১৫ জন আহত হয়। আহত ৫জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় মনির সরদারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

প্রতিক্ষণ/এডি/এআরকে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G