মুজাহিদের দাফন সম্পন্ন

প্রকাশঃ নভেম্বর ২২, ২০১৫ সময়ঃ ৮:০৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

mujahidফাঁসি কার্যকর হওয়া জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের দাফন সম্পন্ন হয়েছে। রোববার সকাল সোয়া ৭টায় কবরে শুইয়ে দেওয়া হয় আলবদর কমান্ডার মুজাহিদের মরদেহ।

ফরিদপুরের পশ্চিম খাবাসপুর এলাকার আইডিয়াল ক্যাডেট মাদ্রাসা গেটের পাশে পারিবারিক জমিতে দাফন করা হয় মুজাহিদকে।

এর আগে রোববার সকাল ৬টা ৫০ মিনিটে কঠোর নিরাপত্তায় তার জানাজার নামাজ পড়ানো হয়। নিরাপত্তার খাতিরে করস্থানের আশপাশে যেতে দেওয়া হয়নি গণমাধ্যমকর্মীদের। করবস্থান থেকে প্রায় ৫০০ গজ দূরে ছিল সংবাদকর্মীরা।

জানাজা নামাজ পড়ান তার বড় ভাই আলী আফজাল মোহাম্মদ খালেফ। তবে নিরাপত্তার খাতিরে নিকটাত্মীয় ছাড়া জানাজায় অংশ নিতে পারেনি স্থানীয়রা।

রোববার সকাল সাড়ে ৬টায় মুজাহিদের লাশবাহী অ্যাম্বুলেন্স ফরিদপুরে পৌঁছায়।

শনিবার রাত থেকে মুজাহিদের খাবাসপুরের বাড়ি ঘিরে কঠোর নিরাপত্তা বেষ্টনী তৈরি করে স্থানীয় প্রশাসন। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জানাজা নামাজ ও দাফনের সময়ও সে অবস্থা বজায় রাখা হয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে শনিবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে মুজাহিদের লাশ নিয়ে রওনা হয় অ্যাম্বুলেন্স।

নিরাপদে মুজাহিদের লাশ পৌঁছে দেওয়ার নেতৃত্ব দিয়েছে র‌্যাব-৩। র‌্যাব-৩-এর তত্ত্বাবধায়নে পুলিশের দুটি ও র‌্যাবের দুটি গাড়ি মুজাহিদের লাশ পাহারা দিয়ে নিয়ে যায়।

এর আগে ভোর ৫টা ৪৫ মিনিটে পদ্মা পার হয় মুজাহিদের লাশবাহী গাড়ি ফরিদপুরের উদ্দেশে যাত্রা করে।

রাত ৪টা ৩৫ মিনিটের দিকে মানিকগঞ্জ শহর পার হয় মুজাহিদের লাশবাহী গাড়ি।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G