চালু হয়েছে ডিএসইর লেনদেন

প্রকাশঃ নভেম্বর ২২, ২০১৫ সময়ঃ ১২:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

dse openদেড় ঘণ্টা বন্ধ থাকার পর দুপুর ১২টায় লেনদেন শুরু হয়েছে কারিগরি ত্রুটির কারণে বন্ধ থাকা ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। চলবে বিকাল ৪টা পর্যন্ত।

লেনদেন বন্ধ থাকার কারণ হিসেবে ডিএসইর জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শফিকুর রহমান জানান, কারিগরি ত্রুটির কারণে ব্রোকারেজ হাউজগুলোর ফাইল আপলোড না হওয়ায় রোববার যথাসময়ে লেনদেন শুরু করতে পারেনি। পরবর্তীতে ডিএসইর আইটি বিভিাগ সফটওয়ার ত্রুটিমুক্ত করলে লেনদেন শুরু হয়। দুপুর ১২টায় লেনদেন শুরু হয়েছে।

তবে রোববার দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) যথা সময়েই (সকাল ১০টা) শুরু হয়েছে।

উল্লেখ্য, এর আগেও চলতি বছরের ২৪ ও ২৫ মে এবং ১২ আগস্ট ডিএসইতে কারিগরি ত্রুটির কারণে লেনদেন যথাসময়ে শুরু করতে পারেনি। গত বছরের এপ্রিলেও ডিএসইতে কারিগরি ত্রুটির কারণে লেনদেন বন্ধ ছিল।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G