বিদ্যুৎ সঞ্চালন লাইনে বিপর্যয়: অন্ধকারে পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম
পাকিস্তানের দক্ষিণাঞ্চলের একটি প্রধান বিদ্যুৎ সঞ্চালন লাইনে বিপর্যয় ঘটলে রোববার ভোরে দেশটি অন্ধকারে ডুবে যায়। এই বিদ্যুৎ বিপর্যয়ের ফলে রাজধানী ইসলামাবাদসহ পাকিস্তানের প্রধান প্রধান শহরগুলোর বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়। এটি পাকিস্তানে অন্যতম মারাত্মক বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা। -খবর এএফপির
জানা যায়, বেসরকারি খাতের হাবকো পাওয়ার প্লান্টের একটি ৫০০ কেভিএ বিদ্যুৎ সঞ্চালন লাইন বিকল হয়ে পড়লে এ বিপর্যয়ের সৃষ্টি হয়। এই লাইনটি থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালন করা হয়।
পাকিস্তানের পানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেছেন, পুনরায় বিদ্যুৎ সংযোগ দিতে কাজ চলছে।
তিনি টুইটার বার্তায় বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় যতক্ষণ পর্যন্ত এই সংকট নিরসন না হবে আমরা ঘুমাবো না।
ইসলামাবাদের জাতীয় গ্রিড স্টেশনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, দেশে সবগুলো স্থানে পুনরায় বিদ্যুৎ সংযোগ স্থাপন করতে প্রায় ৮ ঘন্টা সময় লাগবে।
নাম প্রকাশ না করার শর্তে তিনি আরো বলেন, দেশের প্রায় ৮০ শতাংশ এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
এদিকে বিদ্যুৎ বিভ্রাটের কারণে বিমানবন্দরের কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে লাহোরে এএফপি’র এক সাংবাদিক।
প্রতিক্ষণ /এডি /কেয়া