নিজস্ব প্রতিবেদক
আগামীকাল শুক্রবার সারা দেশে মুক্তি পাচ্ছে অপূর্ব-পিয়ার ‘গ্যাংস্টার রিটার্নস’। গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়।
সংবাদ সম্মেলনে অভিনেতা অপূর্ব বলেন, “সব অভিনয়শিল্পীর মতো আমারও চলচ্চিত্রে কাজ করার স্বপ্ন ছিল। ছোট পর্দায় দর্শক আমাকে পছন্দ করে। যে কারণে দর্শকের প্রতি আমারও একটি দায়িত্ব আছে। অনেক দিন ধরেই ভালো একটা গল্পের জন্য অপেক্ষা করছিলাম। এই ছবির গল্প শুনেই মনে হয়েছিল, ভালো একটা ছবি হতে পারে। শুটিং এডিটিংয়ের পর দেখলাম, কী দারুণ একটা ছবি হয়েছে। কারণ, আমরা সবাই ছবিটির জন্য মন থেকে কষ্ট করেছি। নিজের শ্রেষ্ঠটা উপস্থাপন করতে চেষ্টা করেছি। কোনো চলচ্চিত্রের সফলতা-ব্যর্থতা কিন্তু একান্তই দর্শকের ওপর নির্ভর করে। তাঁরা চাইলেই যেকোনো চলচ্চিত্রের গতিপথ ঘুরিয়ে দিতে পারেন। ‘বেদের মেয়ে জোছনা’ ছবিটির কথাই ভাবুন না। প্রথম চার দিন তো হলে দর্শকই যায়নি। কিন্তু চার দিন যেতেই সে ছবির চাহিদা কেবল বাড়তেই লাগল। ‘গ্যাংস্টার রিটার্নস’-এর ভাগ্যও না হয় দর্শকের হাতেই ছেড়ে দিলাম। আমরা বিশ্বাস করি, সবার ওপরে দর্শক।”
৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল ‘গ্যাংস্টার রিটার্নস’। সারা দেশে বিলবোর্ডসহ অনেক ধরনের প্রচার চালানো হয়। আগামীকাল শুক্রবার মুক্তি পাওয়ার কথা ছিল মিম ও সোহমের ‘ব্ল্যাক’। কিন্তু যৌথ প্রযোজনার নিয়ম না মানার অভিযোগ ওঠার কারণে ছবিটির মুক্তি স্থগিত রেখে তদন্তের নির্দেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়। যে কারণে আগামীকাল অন্য কোনো ছবি মুক্তি না পাওয়ায় হঠাৎ করেই মুক্তি পাচ্ছে ‘গ্যাংস্টার রিটার্নস’। সংবাদ সম্মেলনে দর্শককে সিনেমা হলে গিয়ে ছবি দেখার জন্য অনুরোধ করেন ছবির শিল্পী ও কলাকুশলীরা। এ সময় ‘গ্যাংস্টার রিটার্নস’ ছবির গান ও ট্রেলার দেখানো হয়।
ছবির গল্পে দেখা যাবে, অপূর্ব এক সাধারণ পরিবারের ছেলে। পরিবারের একমাত্র কর্মক্ষম সদস্য তিনি। সবার দেখাশোনা করেন। এক দুর্ঘটনায় তাঁর বাবা মারা যান। এর পর গল্প ঘুরে চলে যায় অন্ধকার জগতে। অপূর্ব এবার খুবই ভয়ংকর হয়ে ওঠেন। বুকে প্রতিশোধের আগুন, আঙুল আটকানো পিস্তলের ট্রিগারে। অপূর্ব হয়ে ওঠেন গ্যাংস্টার। ‘গ্যাংস্টার রিটার্নস’ ছবিটি দেশের ৬৫টি প্রেক্ষাগৃহে প্রদর্শনের ব্যাপারে আলোচনা চূড়ান্ত হয়েছে বলেই জানিয়েছেন এ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান।
ছবিটির গানের কথা লিখেছেন কবির বকুল, শফিক তুহিন ও কাজী আনান। সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন, আরেফিন রুমি ও কাজী আনান। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই, আরেফিন রুমি, কাজী আনান ও দিয়াত খান।
সম্মেলনে উপস্থিত ছিলেন ছবির পরিচালক আশিকুর রহমান, অভিনয়শিল্পী অপূর্ব, জান্নাতুল পিয়া, শম্পা হাসনাইন ও টাইগার রবি, গীতিকার কবির বকুল, প্রযোজক শারমিনা নাসরিন এবং সহপ্রযোজক এম এ মারুফ। এটি বিসর্গ মিডিয়ার প্রথম চলচ্চিত্র।
প্রতিক্ষণ/এডি/এফটি