ইসিকে বিএনপির চিঠি

প্রকাশঃ নভেম্বর ২৮, ২০১৫ সময়ঃ ২:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

bnpআসন্ন পৌরসভা নির্বাচনের ধার্যকৃত তারিখ থেকে ১৫ দিন পেছানোসহ নতুন তফসিল ঘোষণার দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি (ইসি) দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে বিএনপির সহ প্রচার সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে দলের তিন সদস্যের প্রতিনিধি দল চিঠি পৌঁছে দেন।

এমরান সালেহ প্রিন্স ছাড়াও এ প্রতিনিধি দলে ছিলেন সহ দপ্তর সম্পাদক আসাদুল করীম শাহিন, তাইফুল ইসলাম টিপু, মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খান।

প্রতিনিধি দলটি নির্বাচন কমিশনের উপ সচিব শামসুল আলমের কাছে চিঠি পৌঁছে দেন।

গতকাল শুক্রবার সংবাদ সম্মেলনে পৌরসভা নির্বাচন ১৫ দিন পিছিয়ে নতুন তফসিল ঘোষণার দাবি জানায় বিএনপি। এছাড়াও বিএনপি নেতাকর্মীদের ‘গণগ্রেপ্তার’ বন্ধ করা এবং কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেন, আগামী জানুয়ারি মাসের শুরুতে ভোটার তালিকায় নতুন ৫০ লাখ ভোটার যোগ হওয়ার কথা। ৩০ ডিসেম্বর নির্বাচন হলে নতুন ভোটাররা ভোট দিতে পারবে না। ভোটগ্রহণ ১৫ দিন পিছিয়ে দেওয়া হলে এরা ভোট দিতে পারবে।

পরে পৌরসভা নির্বাচন পেছানোর দাবি জানায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। এসব বিষয়ে আলোচনার জন্য একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে পাঠাবে বলে জানানো হয় দলটির পক্ষ থেকে।

সারাদেশে ২৩৬টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর। প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ সময় ৩ ডিসেম্বর।

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G