পৃথিবী থেকে ম্যালেরিয়া উত্খাত করতে বিজ্ঞানীদের নতুন আবিষ্কার

প্রকাশঃ নভেম্বর ২৮, ২০১৫ সময়ঃ ৯:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Melতথ্য বলছে পৃথিবীর ইতিহাসে যুদ্ধে যত মানুষ প্রাণ হারিয়েছেন ম্যালেরিয়ায় প্রাণ হারিয়েছেন তার থেকে প্রায় দ্বিগুণ মানুষ। প্রতি বছর পৃথিবীতে ৫ লক্ষ মানুষের প্রাণ হারায় শুধুমাত্র ম্যালেরিয়ায়। এই মৃত্যু শিখরে রয়েছে সর্বপ্রথম আফ্রিকা। ম্যালেরিয়ার কবল থেকে বাঁচতে নতুন দিশার সন্ধান পেয়েছেন ক্যার্লিফোনিয়ার বিজ্ঞানীরা। তাদের মতে মশার দেহকোষের পরিবর্তন আনতে পারলে মানুষের দেহে ম্যালেরিয়া ছড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলবে। গবেষণায় সফলও হয়েছেন তারা।

পরীক্ষাগারে মশার ডিএনতে এখন প্রশ্ন তাহলে কী এমন আমূল পরিবর্তন হবে। বিজ্ঞানীরা জানিয়েছেন, পরবর্তী প্রজন্মের মশাদের ম্যালেরিয়া জীবানু বহন করার ক্ষমতা হারিয়ে ফেলবে। এখানে পর্যন্ত গবেষণাগারে এই পরীক্ষা সফল হয়েছে।

অধ্যাপক অ্যান্টনি জেমস জানান,

“আমরা এমন একটি জিন তৈরী করতে পেরেছি যেগুলো মশার কোষে ঢোকানোর পর সেগুলো ম্যালেরিয়া জীবাণু প্রতিরোধ করতে পারছে।” তার মতে ভবিষ্যতে ম্যালেরিয়াকে সম্পূর্ণভাবে প্রতিরোধ করা সম্ভব হবে।

 

প্রতিক্ষণ/এডি /এস. টি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G