পুঁথিগত জ্ঞানার্জন নয় বাড়াতে হবে দেশপ্রেম
জেলা প্রতিনিধি
“সমাজকর্মের শিক্ষার্থীদের পুঁথিগত বিদ্যা অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকলেই চলবেনা, দেশপ্রেমে উদ্বোদ্ধ হয়ে জ্ঞানার্জনে ও মানব কল্যাণে তোমাদের মাঠ পর্যায়ে যেতে হবে। আর এতে অর্জিত শিক্ষা, মেধা ও অভিজ্ঞতা কর্মজীবনে প্রয়োগ করবে মানুষের কল্যানে।”
মঙ্গলবার সকালে দেবীদ্বার আলহাজ্ব জোবেদা খাতুন মহিলা কলেজ এর সমাজ কল্যান বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থীদের অরিয়েন্টেশন এবং একই বিভাগের নবীণ শিক্ষার্থীদের উদ্ভোধনী ক্লাশে অনুষ্ঠানের প্রধান অতিথি ‘ইনিস্টিটিউট অব সোসাল ওয়েলফেয়ার এন্ড রিসার্স ইউনিভার্সিটির অধ্যাপক ড. মোঃ নুরুল ইসলাম ওই বক্তব্য তুলে ধরেন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, মেয়েদের ক্ষেত্রে ৮০% শিক্ষার্থী বিয়ে, পারিবারিক সমস্যা ও সামাজিক কুসংস্কারের কারনে ঝড়ে পড়ছে। বাকীদের অনেকেই উচ্চ শিক্ষা শেষে পত্রিকায় বিজ্ঞাপন দেখে চাকরির আবেদন এবং বিভিন্ন দপ্তরে ঘুরে ঘুরে চাকরির সন্ধান করে। আমি বলবো উচ্চ শিক্ষা শেষে প্রজেক্ট তৈরী করো, ছোট ছোট শিল্প-কারখানা, খামার তৈরী করো। টাকার সমস্যা হবেনা, পূঁজি বিনিয়োগকারী বিভিন্ন ব্যাংক এবং বেসরকারী প্রতিষ্ঠান রয়েছে, তারা এসব প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে তৈরী আছে। নতজানু হয়ে পরের অধীনে চাকরি না করে তোমরা স্বাধীন ভাবেই স্বাবলম্বি হতে পারবে। নিজেদের প্রতিষ্ঠার পাশাপাশি বেকারদের কর্মসংস্থানেও বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখতে পারবে।
দেবীদ্বার আলহাজ্ব জোবেদা খাতুন মহিলা কলেজ এর অধ্যক্ষ আব্দুল্লাহ মাসউদ পাখীর সভাপতিত্বে এবং সমাজ কল্যান বিভাগের অধ্যাপক মোঃ আবু বকর এর সঞ্চালনায় ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ‘ইনিস্টিটিউট অব সোসাল ওয়েলফেয়ার এন্ড রিসার্স ইউনিভার্সিটি এর অধ্যাপক ড. মোঃ নুরুল ইসলাম ছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার আলহাজ্ব জোবেদা খাতুন মহিলা বিশ্ব বিদ্যালয় কলেজ এর উপাধ্যক্ষ মোঃ কামরুজ্জামান ভূঞা, সমাজ কল্যান বিভাগের প্রধান অধ্যাপক রহিম বকস্ চিশতী।
প্রতিক্ষণ/এডি/এআরকে