বিক্রি করা হবে ইয়াহু

প্রকাশঃ ডিসেম্বর ৩, ২০১৫ সময়ঃ ৬:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:২১ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

Yahoo

বহুল ব্যবহৃত যুক্তরাষ্ট্রের অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠান ইয়াহু বিক্রি করা হবে। ইন্টারনেট ভিত্তিক সেবা থেকে প্রত্যাশানুযায়ী মুনাফা আয় করতে পারছে না বলে বিক্রির এই সিদ্ধান্ত নিয়েছে ইয়াহু।

ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইয়াহুর বোর্ড মিটিংয়ে সাম্প্রতিক কালে কোম্পানিটির মূল ব্যবসা বিক্রি করে দেয়ার ব্যাপারে আলোচনা হয়েছে।

ইয়াহুর অধীনে আলিবাবার যে শেয়ার তা, আর মূল ইন্টারনেট ব্যবসার মধ্যে কোনটি বিক্রি করা হবে, নাকি উভয়ই বিক্রি করে দেওয়া হবে তা নিয়ে এ বৈঠকে আলোচনা করেছে প্রতিষ্ঠানটির পরিচালকরা।

চীনা ই-কমার্স কোম্পানি আলিবাবা’য় ইয়াহুর যে শেয়ার রয়েছে তা কীভাবে আরও লাভজনক উপায়ে ব্যবহার করা যায় তা নিয়েও চুলচেরা বিশ্লেষণ করছে মারিয়া মেয়ারের নেতৃত্বাধীন এই প্রতিষ্ঠান।

এর আগে ২০০৮ সালে ইয়াহু’কে কিনে নেয়ার চেষ্টা করেছিল মাইক্রোসফট। তবে শেষ পর্যন্ত তা আর হয়ে উঠে নি। বেশ কয়েক বছর ধরেই ব্যবসা ভালো যাচ্ছে না আর তাই একসময়কার জনপ্রিয় এই অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠান বিক্রি হতে যাচ্ছে।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G