ভারতের ৬৬তম প্রজাতন্ত্র দিবসে বারাক ওবামা
অনলাইন ডেক্স, প্রতিক্ষণ ডটকম :
ভারতের ৬৬তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনিই প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি দেশটির প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে প্রজাতন্ত্র দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ফার্স্ট লেডি মিশেল ওবামা, ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনুষ্ঠানে যোগ দেন।
প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে দিল্লিজুড়ে সাতস্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যাবস্থা নেয়া হয়েছে। ৫০ হাজার নিরাপত্তা কর্মীকে মোতায়েন করা হয়েছে।
ভারতের প্রজাতন্ত্র দিবসে যোগ দিতে মোদির আমন্ত্রণে গতকাল দিল্লি পৌঁছান ওবামা। ওই দিন বিকেলে দিল্লির হায়দরাবাদ হাউসে ওবামা-মোদি বৈঠক হয়। বৈঠকে ৬ বছরের অচলাবস্থা কাটিয়ে পরমাণু বিষয়ে দু’দেশের মধ্যে চুক্তি সাক্ষরিত হয়।
প্রতিক্ষণ/এডি/মিনা