সুনামগঞ্জে ৩ লেগুনা ভাঙচুর

প্রকাশঃ জানুয়ারি ২৬, ২০১৫ সময়ঃ ১২:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৩ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

leguna 2২০ দলীয় জোটের ডাকা ৩৬ ঘণ্টা হরতাল চলাকালে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল থেকে ৩টি লেগুনা ভাঙচুর করেছে অবরোধকারীরা।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে শহরের ষোলঘর সরকারি কলোনির সামনে এ ভাঙচুরের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে ষোলঘর পয়েন্ট থেকে একটি ঝটিকা মিছিল বের করে অবরোধকারীরা। মিছিলটি সুনামগঞ্জ-ছাতক-দোয়ারাবাজার সড়কের ষোলঘর সরকারি কলোনি এলাকায় গেলে মিছিলকারীরা হঠাৎ ৩টি লেগুনার কাঁচ ভাঙচুর করে। তবে লেগুনার কোনো যাত্রী আহত হননি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে নেতাকর্মীরা পালিয়ে যায়।

এদিকে, জেলা শিবির সভাপতি সাজ্জাদুর রহমান হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিলের সত্যতা স্বীকার করলেও লেগুনা ভাঙচুরের বিষয়টি অস্বীকার করেছেন।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিক্ষণ /এডি/বাবলা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G