মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন

প্রকাশঃ ডিসেম্বর ৬, ২০১৫ সময়ঃ ১১:৫০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Electionআসন্ন পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ। তফসিল অনুযায়ী গত শনিবার মনোনয়নপত্র বাছাই শুরু হয়। তবে বৈধ প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৩ ডিসেম্বর।

গতকাল শনিবার মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিনে বেশ কয়েকজনের প্রার্থীতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। নিয়ম না মেনে মনোনয়নপত্র জমা দেওয়ায় তাদের প্রার্থীতা বাতিল করা হয়।

বাতিলকৃত প্রার্থীদের মধ্যে বিএনপির প্রার্থীর সংখ্যাই বেশি। এছাড়াও রয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। এতে করে দশম জাতীয় সংসদ নির্বাচনের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেশ কয়েকটি পৌরসভার মেয়র ও কাউন্সিলর নির্বাচিত হতে পারেন।

নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, সারা দেশে ২৩৫টি পৌরসভায় মেয়র পদে ১২২৩ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ২৬৬৮ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৯ হাজার ৭৯৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সব মিলিয়ে পৌর নির্বাচনে প্রার্থী হয়েছেন ১৩ হাজার ৬৮৯ জন।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G