নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় নকলের দায়ে এক ভর্তি পরীক্ষার্থীকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
অভিযুক্ত ভর্তি পরীক্ষার্থীর নাম মাসুম পারভেজ। রংপুর সদরের সহকারী কমিশনার ও নির্বাহী মেজিস্ট্রেট ফাউজুল কবীর এবং নির্বাহী মেজিস্ট্রেট এস এম নাজিয়া সুলতানা পরিচালিত ভ্রাম্যমান আদালত এ দন্ড প্রদান করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টর এবং বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
জনসংযোগ দফতরসূত্রে জানা যায়, দন্ডপ্রাপ্ত পরীক্ষার্থী মঙ্গলবার অনুষ্ঠিত‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় নিজ কানে ইলেক্ট্রনিক ডিভাইজ বসিয়ে বাইরে থেকে প্রশ্নের উত্তর লিখছিল। কক্ষের পর্যবেক্ষকগণের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে তার কানের ভেতর থেকে শব্দ শুনতে পাওয়ায় তাকে তল্লাশী করে তার কানের ভেতরে ছোট একটি ইলেকট্রিক ডিভাইস দেখতে পান।
পরে বিষয়টি স্বীকার করলে ভ্রাম্যমান আদালত তাকে দন্ডবিধি আইনের ১৮৮ ধারায় তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। একইসাথে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১৫ দিন কারাদন্ড ভোগের নির্দেশ দিয়েছেন আদালত।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহীনুর রহমান জানান, ‘দন্ডপ্রাপ্ত পরীক্ষার্থীকে রংপুরের দমদমা নামক এক স্থান থেকে গাড়িতে বসে ম্যাসেজ দিচ্ছিল বলে জানার পর আমরা সেখানে গিয়েছিলাম। কিন্তু সেখানে তাদের কাউকে ধরতে পারিনি। সম্ভবত জালিয়াতচক্র ঢাকা থেকে এসেছে।’
উল্লেখ্য, আজ মঙ্গলবার ‘সি’ ইউনিট এবং জীব বিজ্ঞান অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ডি ও ই ইউনিটের পরীক্ষা ১০ ডিসেম্বর চারটি শিফটে অনুষ্ঠিত হবে।
প্রতিক্ষণ/এডি/এফটি