রোববার থেকে শুরু হচ্ছে কুবির ভর্তি

প্রকাশঃ ডিসেম্বর ১৯, ২০১৫ সময়ঃ ৪:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৫ অপরাহ্ণ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

 

comillah universityকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধাক্রম অনুসারে আগামী রবিবার থেকে সব ইউনিটের সাক্ষাতকার কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের প্রথম পর্যায়ের এ সাক্ষাৎকার শেষ হবে ২২ ডিসেম্বর। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার ‘এ’ ইউনিটের মেধাক্রম অনুযায়ী ১ থেকে ১৭৫ জন, ‘বি’ ইউনিটের মানবিক শাখার ১ থেকে ২৫৭ জন এবং ‘সি’ ইউনিটের বাণিজ্য শাখার ১ থেকে ২০০ জনের সাক্ষাতকার নেওয়া হবে। পরদিন সোমবার ‘এ’ ইউনিটের বিজ্ঞান শাখার ১৭৬ থেকে ৩৫০ জন, ‘বি’ ইউনিটের বাণিজ্য শাখার ১ থেকে ৫২ জন এবং ‘সি’ ইউনিটের মানবিক শাখার ১ থেকে ১৬ জনের সাক্ষাতকার নেওয়া হবে। শেষ দিন মঙ্গলরার ‘বি’ ইউনিটে বিজ্ঞান শাখার ১ থেকে ১৪১ জন এবং ‘সি’ ইউনিটের বিজ্ঞান শাখার ১ থেকে ২৪ জনের সাক্ষাতকার নেওয়া হবে। সকাল ৯টা ৩০ মিনিটে থেকে এ সাক্ষাতকার শুরু হবে।

এছাড়া কোটায় উত্তীর্ণদের সাক্ষাতকারও ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ‘বি’ ইউনিটের বিজ্ঞান শাখা ও ‘সি’ ইউনিটের কোটায় ভর্তিচ্ছুদের সাক্ষাতকারে ঐদিন বিকেল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। এদিকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম ৩ জানুয়ারি শুরু হয়ে ৭ জানুয়ারি পর্যন্ত চলবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজেস্ব ওয়েবসাইট থেকে জানা যাবে। নতুন এ শিক্ষাবর্ষে ৬ অনুষদের ১৯টি বিভাগে মোট ১ হাজার ১০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।

 

প্রতিক্ষণ / এডি/ শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G