বিএসএফের বিমান বিধ্বস্ত নিহত ১০

প্রকাশঃ ডিসেম্বর ২২, ২০১৫ সময়ঃ ২:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩২ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

dilhiiভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একটি বিমান বিধ্বস্তের ঘটনায় ১০ জন নিহত হয়েছে ।

মঙ্গলবার সকালের দিকে দিল্লি বিমানবন্দরের কাছে বিমানটি বিধ্বস্ত হলে এ হতাহতের ঘটনা ঘটে।

বিমানটি দিল্লি বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়। রাচির উদ্দেশ্যে যাত্রা শুরু করা ওই বিমানে বিএসএফের তিন কর্মকর্তাসহ আরো ৭ যাত্রী ছিলেন। এ ঘটনায় ১০ আরোহীর সবাই নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্মকর্তারা।

স্থানীয় সূত্রগুলো জানায়, বিমানটি দিল্লি বিমান বন্দরের কাছে একটি দেয়ালে বিধ্বস্ত হয়। পরে একটি সেপটিক ট্যাংকে আঘাত হানে বিমানটি। বিএসএফের ওই বিমানটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও মন্ত্রীরা বিএসএফের ওই বিমান ব্যবহার করতেন বলে জানা গেছে।

এরপর ঘটনাস্থল পরিদর্শনে যান দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

খবরঃএনডিটিভি

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G