কুমিল্লায় ৩২ কোটি টাকা মূল্যের মূর্তি উদ্ধার

প্রকাশঃ জানুয়ারি ২৬, ২০১৫ সময়ঃ ৯:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৪ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

comilla murtiকুমিল্লায় ৩২ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে বিজিবি।

সোমবার বিকালে কুমিল্লা কোটবাড়িস্থ ১০ বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার কাপাপিয়া গ্রাম থেকে এ কষ্টি পাথরের মূতির্টি উদ্ধার করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১০ বিজিবির নায়েক সুবেদার আবু তাহের পাটোয়ারী ও নায়েক আবদুল মান্নানের নেতৃত্বে বিজিবির একটি দল ওই কষ্টি পাথরের মূর্তিটি কেনার জন্য সোমবার ক্রেতা সেজে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার কাপাপিয়া গ্রামে যায়। একপর্যায়ে বিজিবির সদস্যরা টাকার ব্যাগ দেখিয়ে মূর্তিটি উদ্ধার করে। এসময় মূর্তি বিক্রেতারা বিজিবি’র পরিচয় জেনে পালিয়ে যায়।

সন্ধ্যায় ১০ বিজিবির অধিনায়ক মো. জাকির হোসেন জানান, উদ্ধারকৃত মূর্তির ওজন ৩২ কেজি এবং এর মূল্য প্রায় ৩২ কোটি টাকা। মূর্তিটি ঢাকার প্রত্নতত্ত্ব অধিদপ্তরে জমা করা হবে।

প্রতিক্ষণ /এডি /কাকন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G