কুকুর যখন উইকেট কিপার!

প্রকাশঃ ডিসেম্বর ২৪, ২০১৫ সময়ঃ ৬:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

Dogসময়টাই কেমন যেন; কখন কী যে হয় তা বলা একেবারেই মুশকিল। এই যেমন ধরুন, ১১টি কুকুরের সাথে ১১জন মানুষের ক্রিকেট খেলা হতে যাচ্ছে। শুনে অবাক হবেন না। খুব শীঘ্রই এরকম কিছু দেখার অপেক্ষায় থাকুন। সময় এলো বলে।

কুকুর বিশ্বত্ব প্রাণী; এটা আমাদের সবার জানা। কিন্তু কুকুর আপনার সাথে অনর্গল কথা বলে যাবে; এমন কথা স্বপ্নেও হয়তো ভাবেননি। ইতোমধ্যে কিছু বিজ্ঞানী সে সুসংবাদটিও দিয়ে দিয়েছে। আর এখন কুকুর দারুণ মনোযোগ দিয়ে ক্রিকেট খেলছে। এত মনোযোগ যে, মনুষ্য ক্রিকেটারদের ভাববার সময় এসে গেছে। প্রস্তুত হোন ক্রিকেট খেলার জন্য; বিপক্ষে থাকবে একদল চৌকষ কুকুর। চলুন এবার, এ কথার সত্যতা যাচাই করে নিই।

গ্রামের আঁকাবাঁকা মেঠো পথে ক্রিকেট খেলতে নেমেছে ছোট্ট দুই কিশোর-কিশোরী। একজন ব্যাটসম্যান আর অন্যজন হচ্ছে বোলার। আছে ফিল্ডার এবং উইকেট কিপারও। কিন্তু সে কোনো কিশোর বা কিশোরী নয়। ফিল্ডার এবং উইকেট কিপারের দায়িত্বে আছে এই দুইজনেরই বন্ধু একটি কুকুর! এতদিন শুধু দেখা যেত কুকুরকে বল ছুঁড়ে দিলে তা সে মুখে গুঁজে মুহূর্তের মধ্যেই নিয়ে আসতো। কিন্তু এখন সে খেলতে পারে ক্রিকেটও! একইসাথে ফিল্ডার এবং উইকেট কিপারের দায়িত্ব পালন করছে অবলীলায়।

সম্প্রতি জর্জিয়া টেক এর একদল গবেষক কুকুর প্রজাতিকে মানুষের সঙ্গে কথা বলার জন্য প্রযুক্তি নির্ভর ভেস্ট তৈরি করছেন। কুকুরের গায়ে সেটি পড়ালে কথা বলবে কুকুরও! এখন ভেবে দেখুনতো, একদিকে অদূর ভবিষ্যতে কুকুরের কথা বলার সম্ভাবনা আর অন্যদিকে কুকুরের মধ্যে ক্রিকেট খেলার এই অদ্ভুত ক্ষমতা কি কোনো কিছুর দিকে ইঙ্গিত করছে? হতেওতো পারে। ভবিষ্যতে হয়তো দেখতে হবে আরো নতুন কিছু চমক! হয়তো দেখতে হবে মানুষ বনাম কুকুরের খেলা!

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G