পৃথিবী ছেড়ে চলে গেলেন সবচেয়ে মোটা মানব

প্রকাশঃ ডিসেম্বর ২৬, ২০১৫ সময়ঃ ৫:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫০ অপরাহ্ণ

fat-mainপৃথিবীর ছেড়ে চলে গেলেন আন্দ্রে মোরেনো। সবচেয়ে মোটা ব্যক্তি হওয়ার রেকর্ড ছিল তার। মেক্সিকান এই ব্যক্তির ওজন ৯৮০ পাউন্ড (৪৪৪.৫২১ কেজি)। তার মুখপাত্র কারমেন পালাসিওস জানিয়েছেন, মেক্সিকোর স্যান জোসে হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মোরেনোর হয়েছে।

ওজন কমানো জন্য চেষ্টা করছিলেন মেরেনো। ঠিক করেছিলেন আগামী জানুয়ারি থেকে পুরোদমে চেষ্টা চালিয়ে যাবেন। চলতি বছরের অক্টোবরে এমনই এক অস্ত্রোপচার করান তিনি। আর এটা নিয়ে মোরেনো বেশ খুশিও ছিলেন বলে জানান কারমেন। তবে তার খুশি বহুগুণে বাড়িয়ে দেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। মোরেনোর ওজন কমানোর প্রয়াসের প্রশংসা করে এবং তাকে উৎসাহ দেয়ার জন্য একটি জার্সিতে স্বাক্ষর করে পাঠান বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার।

রোনালদোর উপহার পেয়ে মোরেনো বলেছিলেন, “আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই, বিশেষ করে রোনালদোকে। আমার কাছে মনে হলো আমি বড়দিনের আগেই বড় এক উপহার পেলাম”।

ছোটোবেলা থেকেই মোরেনোর ওজন অনেক বেশি। জন্মের সময়ই তার ওজন ছিল ১৩ পাউন্ড! আর ১০ বছর বয়সে সেটা দাঁড়ায় ২৬৬ পাউন্ডে। মোরেনো’র ডাক্তার হোসে ক্যাসতানেদা বলেন, মোরেনো ৮১২ পাউন্ড ওজন কমানোর পরিকল্পনা করছিলেন। মোরেনোর অপারেশন করা সবসময়ই খুব কঠিন ছিল মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা নিশ্চিত ছিলাম না, অপারেশন টেবিল মোরেনোর ওজন নিতে সক্ষম কিনা।’

তবে অপারেশন টেবিল তার ভার নিতে পারুক আর না পারুক, কবরের মাটি তাকে ঠিকই আগলে রাখবে। শনিবার নিজ এলাকা সোনোরায় কবর দেয়া হবে তাকে।

প্রতিক্ষণ/এডি/জেবিএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G