চিত্রের বিচিত্র রূপ

প্রকাশঃ ডিসেম্বর ২৭, ২০১৫ সময়ঃ ৪:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৪ পূর্বাহ্ণ

জাহিদ বিন মনির

বিচিত্র ঘটনা সবসময়ই ঘটে শুধু বিচিত্রভাবে দেখার দৃষ্টি লাগে। যেমন ধরুন সমতলে দাড়িয়ে আপনি যেটা দেখছেন সেই একই দৃশ্য ৯০ ডিগ্রী কোণ থেকে দেখলে, দৃশ্যটি কি আগের মতোই থাকবে? নাকি বিষয়বস্তুই বদলে যাবে? সাবজেক্ট হবে অবজেক্ট আর অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট। সাধারণ বিষয় হয়ে যাবে অসাধারণ, বিচিত্র।

_87318433_almarmounvertical
উটের দৌড় প্রতিযোগিতার এই ছবিটি দুবাই থেকে তোলা। প্রতিবছরই দেশটিতে জনপ্রিয় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতিযোগিতা চলাকালীন সময়ে ঠিক মাথার উপর  থেকে ৯০ ডিগ্রী কোণে তোলা এই ছবিটিতে আপনি উটকে সাবজেক্ট হিসেবে না দেখে ছায়াকে সাবজেক্ট হিসেবে দেখতে পাচ্ছেন। আর  বিচিত্র এই ছবিটি তুলেছেন দুবাইয়ের প্রখ্যাত ফটোগ্রাফার  শোয়েব।

_87318437_christtheredeemer

ব্রাজিলের ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তি। পাহাড়ের উপর অবস্থিত এই মূর্তি ও নজরকাড়া দৃশ্য  দেখতে ভীড় করেন অনেক দর্শনার্থী। কিন্তু কখনো ভেবে দেখেছেন উপর থেকে এই পাহাড়টির সৌন্দর্য কতটা মন মাতানো! ছবিটি তুলেছেন আলেকজান্ডার সালেম।

_87318431_abovethemist
সকালের কুয়াশা কার না ভালো লাগে। কিন্তু সেই দৃশ্য যদি দেখা হয় শত ফুট উপরে দাঁড়িয়ে।  রিকার্ডো ম্যাটিলো কুয়াশাচ্ছন্ন সকালের এই নাটকীয় দৃশ্যটি ক্যামেরা বন্দি করেছেন। মাটি থেকে ঠিক ততটা উপরে যেখানে কুয়াশার মায়া শেষ হয়। আর এই ছবিটি ব্রাজিল থেকে তোলা ।

 

প্রতিক্ষণ/এডি/জেবিএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

December 2025
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
20G