ন্যাটোর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ১০
আন্তর্জাতিক ডেক্স, প্রতিক্ষণ ডটকম :
স্পেনে ন্যাটোর প্রশিক্ষণ চলাকালে একটি এফ-১৫ জঙ্গি বিমান হ্যাংগারের ওপর বিধ্বস্ত হয়ে দুই পাইলটসহ অন্তত ১০ ব্যক্তি নিহত এবং ১৩ জন আহত হয়েছে।
রাজধানী মাদ্রিদ থেকে ২৬২ কিলোমিটার দূরে আলবাকেতের লস লেলানস বিমান ঘাটিতে প্রশিক্ষণ কেন্দ্রে এ দুর্ঘটনা ঘটেছে বলে স্পেনের প্রতিরক্ষা দফতর জানিয়েছে।
আহতদের মধ্যে সাতজনের অবস্থা মারাত্মক বলে জানানো হয়েছে। নিহতদেরে মধ্যে আটজনই ফ্রান্সের নাগরিক।
আহতদের মধ্যে ফরাসি ও ইতালির নাগরিক রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ন্যাটোর এ বিমান ঘাটিতে মার্কিন, ডেনমার্ক, বেলজিয়াম এবং ব্রিটেনের নাগরিকরা কর্মরত রয়েছেন। জঙ্গি বিমানটি গ্রিসের এবং আকাশে ওড়ার পর “বিদ্যুৎ ব্যবস্থা” বিকল হয়ে বিধ্বস্ত হয়।
স্থানীয় সংবাদ মাধ্যম বলেছে, গ্রিসের এক পাইলট ভুল ভাবে বিমান পরিচালনা করেছেন এবং দুর্ঘটনায় দুই পাইলটই মারা গেছে। অন্যান্য বিমান যেখানে রাখা ছিল সেখানে এ বিমানটি আছড়ে পড়ায় আরো অন্তত পাঁচটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। আইআরআইবি।
প্রতিক্ষণ/এডি/সুজা