ভূমিকম্পে ইম্ফলে নিহত ৮, আহত শতাধিক

প্রকাশঃ জানুয়ারি ৪, ২০১৬ সময়ঃ ১২:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৭ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

india৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের মণিপুর রাজ্যের ইম্ফলে ৮ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। ভূমিকম্পে ইম্ফল ও এর আশপাশের এলাকায় ভবন ধসে এ হতাহতের ঘটনা ঘটেছে।

সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ৪৭ মিনিটে (বাংলাদেশ সময় ৫টা ৭ মিনিট) ভূমিকম্পটি আঘাত হানে।

প্রচণ্ড ঝাঁকুনিতে ইম্ফলের একটি জনপ্রিয় মার্কেটসহ বিভিন্ন ভবনের দেয়াল, সিঁড়ি ও ছাদ ধসে পড়েছে। ক্ষতিগ্রস্ত ভবনগুলোর মধ্যে কয়েকটি হাসপাতালও রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

শক্তিশালী এ ভূমিকম্প বাংলাদেশ এবং ভারত ছাড়াও মায়ানমার ও ভুটানে অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (‌ইউএসজিএস) প্রাথমিকভাবে এ কম্পনের মাত্রা ৬.৮ জানালেও এক ঘণ্টা পর তা কমিয়ে ৬.৭ জানায়।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G