এবার বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করলো সৌদি
আন্তর্জাতিক ডেস্ক
কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর এবার ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর।
কূটনৈতিক সম্পর্ক ছিন্নের প্রায় আট ঘণ্টা পর দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার এ ঘোষণা দেন আদেল আল জুবেইর। তবে ইরানি তীর্থযাত্রীরা মক্কা ও মদিনায় পবিত্র স্থান পরিদর্শন করতে পারবেন বলে জানান তিনি।
সৌদি আরব কর্তৃক ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণার পর ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয় বাহরাইন, সুদান ও সংযুক্ত আরব আমিরাত।
উল্লেখ্য, গত শনিবার সৌদি আরবে শিয়া মুসলিমদের নেতা শেখ নিমর আল-নিমরসহ ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করার পরের দিন রবিবার ইরানের রাজধানী তেহরানে অবস্থিত সৌদি আরবের দূতাবাসে ইরানের বিক্ষোভকারীরা হামলা ও ভাঙচুর চালায়। সেই হামলার ঘটনার পর সোমবার সকালে আদেল আল জুবেইর ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেন।
প্রতিক্ষণ/এডি/এফটি