সৌদি-ইরানকে শান্ত হওয়ার আহ্বান তুরস্কের
আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরব ও ইরানের মধ্যে সৃষ্ট উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন তুরস্কের উপপ্রধানমন্ত্রী কুরতুলমুস। এই পরিস্থিতি দুইটি দেশের মধ্যে কেবল আঞ্চলিক হানাহানিই বাড়াবে বলে এই আহ্বান জানান তিনি।
তুরস্কের সংবাদমাধ্যম আনাতোলিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি আরব ও ইরানকে শান্ত থাকার এ আহ্বান জানান কুরতুলমুস।
তিনি বলেন, মধ্যপ্রাচ্য এরই মধ্যেই বারুদ হয়ে আছে। আমরা ইরানে সৌদি দূতাবাসে হামলার নিন্দা করছি। একই সঙ্গে শিয়া নেতার মৃত্যুদণ্ড কার্যকরেরও নিন্দা জানাচ্ছি।
তিনি আরো বলেন, আমরা চাই উত্তেজনাকর পরিস্থিতি থেকে দুই দেশই বেরিয়ে আসুক। অন্যথায় মধ্যপ্রাচ্যে বিদ্যমান উত্তেজনা আরো বাড়বে। সব দূতাবাস রক্ষায় আমরা ইরানের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্যে যেকোনো মৃত্যুদণ্ডের বিপক্ষে আমরা।
প্রতিক্ষণ/এডি/এফটি