প্রতিক্ষণ ডেস্ক
নিরাপত্তারহীনতার কারণে বাংলাদেশে যুব বিশ্বকাপ খেলবে না অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দল ।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান জেমস সাদারল্যান্ড।
এর আগে নিরাপত্তার কারণ দেখিয়ে আকস্মিকভাবে বাংলাদেশ সফর স্থগিত করে অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওই স্থগিতাদেশের ধাক্কা লাগে বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বেও। ঢাকায় আসতে গড়িমশি করে অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন।
তবে ফিফার সঙ্গে পেরে না ওঠায় খেলার আগের দিন রাতে ঢাকায় পা রাখে। পরের দিন ম্যাচ খেলে রাতেই ঢাকা ছাড়ে। ফিফা পারলেও পারেনি আইসিসি। পারেনি বাংলাদেশ ক্রিকেটও বোর্ডও (বিসিবি)। সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দিয়েও ঢাকায় আনতে পারেনি অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে। অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপেও এই ধাক্কা লাগলো।
জানুয়ারির শেষের দিকে শুরু হবে যুব বিশ্বকাপ শুরু। চার শহরের মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম, নারায়ণগঞ্জ খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, এম এ আজিজ স্টেডিয়াম, কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট বিভাগীয় স্টেডিয়ামে কাপ ও প্লেট পর্বের ৪৮টি ম্যাচ খেলবে ১৬ দল। যুব বিশ্বকাপের ফাইনাল ১৪ ফেব্রুয়ারি।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার পরিবর্তে যুব বিশ্বকাপে আয়ারল্যান্ড খেলবে বলে জানা যায়।
প্রতিক্ষণ/এডি/জেডএমলি