বনফুল ও মধুবনকে ৩০ লাখ টাকা দণ্ড

প্রকাশঃ জানুয়ারি ৬, ২০১৬ সময়ঃ ১২:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

bnfঅপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন, ক্ষতিকারক দ্রব্য ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের প্রতিষ্ঠান বনফুল ও মধুবনকে ৩০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার রাতে নগরীর বায়েজিদ থানার শেরশাহ ও পাঁচলাইশ থানার বিবিরহাট এলাকায় ‍প্রতিষ্ঠান দু’টির কারখানায় অভিযান চালিয়ে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম এ জরিমানা করেন।

সরোয়ার আলম জানান, নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করা হয়। এছাড়া পুরনো শিশাও ব্যবহার করা হয়। এগুলো ছাড়াও আরো নানা অভিযোগে বনফুলকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়। আর নুডলস, বিস্কুট, চানাচুরসহ বিভিন্ন পণ্যে উৎপাদনের অগ্রিম তারিখ বসানো এবং ক্ষতিকারক দ্রব্য ব্যবহারের অভিযোগে মধুবনকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরো বলেন, মধুবনের ফ্যাক্টরিতে মেয়াদোত্তীর্ণ ও ক্ষতিকারক কেমিক্যাল, ইন্ড্রাস্ট্রিয়াল গ্রেডের এসিডিক এসিডসহ বিভিন্ন ধরণের দ্রব্য পাওয়া গেছে। শ্রমিকরা জানিয়েছেন যে, এসব ক্ষতিকারক দ্রব্য বিস্কুট তৈরিতে ব্যবহার করা হয়।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G